প্রতিষ্ঠানের ইতিহাস

 হাজী শরীয়তউল্লাহ কলেজ (কলেজ কোড – 6206, EIIN – 113529) বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী আদর্শ কলেজ। শরীয়তপুরের গুরুত্বপূর্ণ সখিপুর এলাকায়  কলেজটির অবস্থান । সুযোগ্য পরিচালনা পর্ষদের অধীনে সুশৃঙ্খল পরিবেশসমৃদ্ধ হাজী শরীয়তউল্লাহ কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে।  সুষ্ঠু পরিচালনা ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকামণ্ডলীর নিষ্ঠা ও ত্যাগের ফলে ইতোমধ্যেই কলেজটি সর্বমহলে ব্যাপক পরিচিতি লাভ করেছে। অত্যাধুনিক পাঠদানপদ্ধতি, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুপরিসর ক্লাসরুম, মনোরম বিজ্ঞানাগার ,অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ,গাইডিং কার্যক্রমএবং কর্তৃপক্ষের সুদক্ষ পরিচালনায় কলেজটি উত্তরোত্তর সাফল্য লাভ করে চলেছে।